কুতুবদিয়া(কক্সবাজার) সংবাদদাতা :
কক্সবাজারের কুতুবদিয়ায় জঠিল রোগে আক্রান্ত শিশু ছাদেকের চিকিৎসার জন্য ১৯ লাখ ৪৮ হাজার টাকা হস্তান্তর করেছে কুতুবদিয়া স্বেচ্ছাসেবী সমন্বয় পরিষদ। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বেলাভূমি রেস্টুরেন্টের হলরুমেআনুষ্ঠানিকভাবে রোগীর পিতা নুরুল হোছাইনের হাতে নগদ ১৭ লাখ ৩১ হাজার টাকা
তোলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বিভিন্ন সময়ে তোলে দেয়া হয় ২লাখ ১৭ হাজার টাকা।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, দীর্ঘদিন ধরে জঠিল রোগে আক্রান্ত ছাদেকের পিতা নুরুল হোছাইন সন্তানের চিকিৎসা সহায়তার চেয়ে কুতুবদিয়া মানবিক টিমের অন্যতম যোদ্ধা সাহাব উদ্দিনকে জানালে তিনি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। যোগাযোগ করেন কুতুবদিয়ার অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন হেলপ ফোর্স টিম, কুতুবদিয়া ব্লাড ডোনার সোসাইটিসহ আরও অন্যান্য সংগঠনের সাথে।
কুতুবদিয়া সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে একটি ফান্ড তৈরি করার উদ্যোগ নেয়া হয়।
সকলের কঠোর পরিশ্রমে তারা দেশ-বিদেশে অবস্থানরত মানবিক মানুষদের আস্থা অর্জন করতে সক্ষম হন। ফলে খুব অল্প সময়ে অসুস্থ শিশু ছাদের চিকিৎসায় সাড়া দিয়ে ১০ টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত সহায়তা দিয়ে এগিয়ে আসে মানবিক হাজারো মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্য চেয়ে প্রদান করা ব্যাংক একাউন্ট, নগদ ও বিকাশে প্রতিদিন জমে থাকে হাজার হাজার টাকা। সর্বশেষ সবমিলিয়ে ১৯ লাখ ৪৮ হাজার টাকা সংগ্রহ করতে সক্ষম হয় তারা। সব টাকাই তোলে দেয়া হয় শিশু ছাদেকের পিতা নুরুল হোছাইনের হাতে।
নুরুল হোছাইন জানিয়েছেন, তার দুই ছেলে এক মেয়ের মধ্যে জঠিল রোগে আক্রান্ত ছাদেক দ্বিতীয়। ছাদেক স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। একদিন খেলতে গিয়ে পেটে ব্যাথা অনুভব করলে তাকে নেয়া হয় চিকিৎসকের কাছে। কিন্তু সেই থেকে আর পেট ব্যাথা কমেনি। জঠিল অজানা রোগে ভোগতে থাকে ছাদেক। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরও কোন রোগ ধরা পড়েনি। চিকিৎসা চালাতে বিক্রি করেছে নিজের সহায় সম্পত্তি। চার লাখ টাকা ঋণও নিয়েছেন। কিন্তু তাতেও কোন সুফল পাননি। এখন কুতুবদিয়া স্বেচ্ছাসেবী
সংগঠনের সহযোগিতায় তিনি আসমান হাতে পেয়েছে। প্রায় সাড়ে ১৯ লাখ টাকা হাতে পেয়ে তিনি এখন আশাবাদী। ছেলে তিনি ভারতের চেন্নাইয়ে নিয়ে যেতে চান। ইতোমধ্যে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় পাসপোর্টসহ যাবতীয় কার্যক্রম
সম্পন্ন করেছেন। পরিবেশ-পরিস্থিতি সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন। তিনি কৃতজ্ঞ। সকলের দোয়া চেয়েছেন যেন সন্তান সুস্থ হয়ে ফিরে আসে।
এসময় কুতুবদিয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক জাহেদুল ইসলাম কায়ছার,আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাইমুল ইসলাম বাদশা, ছাত্রনেতা শরীফ নেওয়াজ জুয়েল, সংগঠনের পক্ষে নুরুল আজম কুতুবী, হেলাল উদ্দিন কুতুবী, মোঃ সোহেল রানা, মিশকাত শরীফ, নাজমুল সাকিব, ফোরকান উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply