দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ৯ নং ওয়ার্ড এলাকায় নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের ফলে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৪ আগস্ট (বুধবার)সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১ টা পর্যন্ত অবৈধ ভাবে পাহাড়ি মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধের লক্ষ্যে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকালে পুকুরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় সাঙ্গু নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় কাওসার(৩৫) নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় ৭’শ ফুট প্লাস্টিক পাইপ জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মামুনুল হক এর জিম্মায় রাখা হয়েছে।
বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন,অবৈধ ভাবে পাহাড়ি মাটি কাটা ও বালু উত্তোলন বাণিজ্যের সাথে জড়িতরা যতই শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন,বাঁশখালী থানা পুলিশ এস আই বাবুল সহ কয়েকজন থানা পুলিশ সদস্য ও সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন এবং সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ প্রমূখ।
উল্লেখ্য,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বাঁশখালীতে এসিল্যান্ড হিসেবে যোগদানের পর থেকে অবৈধ ভাবে পাহাড়ি মাটি কাটা ও অবৈধ ভাবে বালু বাণিজ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে একের পর এক চমক সৃষ্টি করেছেন বলে জানান স্থানীয় জনসাধারণ।
Leave a Reply