মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বাঁশখালী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে পৌরসভা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলানা জুবায়ের আহমদের সভাপতিত্বে বাঁশখালী সরকারি আলাওল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক
কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাতকানিয়া -লোহাগড়ার সাবেক সাংসদ আলহাজ্ব মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম এমপি।দ্বি-বার্ষিক সম্মেলনে বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ২০২৫-২৬ সেশনের জন্যে মাওলানা জুবায়ের আহমদকে সভাপতি, এডভোকেট জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ জন সদস্য বিশিষ্ট কমিটি এবং একই সাথে পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশন ২০২৫-২৬ সেশনের জন্য হাফেজ ছিদ্দিক আহমদকে সভাপতি ও মো. আবু তৈয়বকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের আলাদা আলাদা কমিটি ঘোষণা করা হয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা বদরুল হক উপদেষ্টা, চট্টগ্রাম দক্ষিণ জেলা, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, উপদেষ্টা, চট্টগ্রাম দক্ষিণ জেলা, এডভোকেট আবু নাছের, উপদেষ্টা, চট্টগ্রাম দক্ষিণ জেলা, মাওলানা নুরুল হোসাইন, সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, মোঃ আবু তাহের, উপদেষ্টা, বাঁশখালী পৌরসভা, মোক্তার হোসাইন সিকদার, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা, অধ্যক্ষ মাওলানা ইসমাইল,প্রধান উপদেষ্টা, বাঁশখালী উপজেলা, ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপদেষ্টা, চট্টগ্রাম দক্ষিণ জেলা, মাওলানা আরিফ উল্লাহ, উপদেষ্টা, বাঁশখালী উপজেলা, মাস্টার আবদুর রহিম ছানুভী, উপদেষ্টা, বাঁশখালী উপজেলা। মাওলানা শহিদ উল্লাহর অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত এসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা মাওলানা মহিউদ্দিন, এডভোকেট জি.এম সাইফুল ইসলাম, ছাত্র উপদেষ্টা মো.আইয়ুবুল ইসলাম, দক্ষিণ জেলা নির্বাহী সদস্য আ.ন.ম মহিউদ্দিন, বাঁশখালী শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক এডভোকেট জালল উদ্দিন,নির্বাহী সদস্য অধ্যাপক নেজাম উদ্দিন,এডভোকেট ফরিদুল আলম, মাওলানা আবু তাহের, মাওলানা এনামুল হক জিহাদী।
সম্মেলনে বক্তারা বলেন, শ্রমনীতিকে প্রধান্য দিয়েছে ইসলাম, রাসুলুল্লাহ (সাঃ) শ্রমিকদের ব্যাপারে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শ্রমিকদের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক প্রদান করতে হবে। শ্রমিকদের জিম্মি করে কোন ধরনের আত্মসাৎ চলবেনা, বিগত সময়ে অনেক নিরহ শ্রমিকদের নির্বিচারে হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে অসংখ্য শ্রমিককে। বিদেশে অবস্থানরত শ্রমিক ভাইদের সাথে অনেক অবিচার করা হয়েছে, তাদেরকে বিমানবন্দরে হয়রানি করা হলেও কোনো ধরনের বিচার তারা পায়নি। জুলাই -আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলন ও ফ্যাসিস সরকার পতনে এদেশের ছাত্র-জনতাসহ দেশ -বিদেশে অবস্থানরত শ্রমিকরা যে অবদান রেখেছে তা কখনো অস্বীকার করার সুযোগ নেই। গণবিপ্লবের সময় যারা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।বিশেষ করে আফ্রিকার মোজাম্বিকে বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশী প্রবাসী শ্রমিক ভাইয়ে নিরাপত্তাহীন ভাবে দিনাতিপাত করছে, রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সেখানকার সন্ত্রাসীরা এদেশের প্রবাসী শ্রমিকদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকার মালামাল লুটে নেয়ার মর্মান্তিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজনে স্পেশাল ফোর্স দিয়ে হলেও মোজাম্বিকে থাকা বাংলাদেশী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার।এসময় মোজাম্বিক প্রবাসীদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন বক্তারা।
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা ও পৌরসভার নবগঠিত কমিটির সদস্যদেরকে সাংগঠনিক নিয়মানুযায়ী শপথ বাক্য পাঠ করানো হয়।
Leave a Reply