সাদপন্থীরা এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার কূমানসে টঙ্গী ময়দানে মুসল্লীদের উপর হামলা চালিয়েছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে বাঁশখালীতে প্রতিবাদ সভায় তাবলীগ জামাতের নেতারা…..
(মুহাম্মদ দিদার হোসাইনঃ)
টঙ্গীর ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর হামলার প্রতিবাদে ও সাদগ্রুপকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাবলীগ জামাত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে পৌরসভার জলদী বাইঙ্গাপাড়া বড় মাদরাসার প্রধান গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলা সদরের থানা গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটের সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত স্মারক লিপি প্রদান করেন তাবলীগ জামাতের নেতারা।
উপজেলা সদরে অনুষ্ঠিত তাবলীগ জামাতের বাঁশখালী শুরা সদস্য মাওলানা বেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী ওলামা পরিষদের সেক্রেটারী ও চাম্বল মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, লাভলেইনের সাথী মাওলানা নাছির উদ্দীন, মুফতি মোহাম্মদ রাকিব, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা দেলোয়ার, মাওলানা ইউনুস, মাওলানা ওসমান গণি, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা মোজাম্মেলুল হক, মাওলানা ছালেকুজ্জামান, মাওলানা আবুল বশর, মাওলানা শফকত হোসাইন চাটগামী, মাওলানা ইসমাইল, মাওলানা জমির উদ্দীন জিহাদী, মাস্টার ছাবের, মাওলানা মোজাম্মেল, মাওলানা আবু হানিফ প্রমুখসহ অন্তত কয়েক সহস্রাধিক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন।
Leave a Reply