মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদরস্থ বাঁশখালী হজ্জ্ব কাফেলা এণ্ড ট্রাভেল এজেন্টের উদ্যোগে পবিত্র ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা সদর জলদী বি.এ সিটি সেন্টার মার্কেটস্থ বাঁশখালী হজ্ব কাফেলা এণ্ড ট্রাভেল এজেন্ট কার্যালয়ে অত্র হজ্ব কাফেলার স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা আমান উল্লাহর সভাপতিত্বে আয়োজিত ওমরাহ হজ্জ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত নারী-পুরুষদের উদ্দেশ্যে ওমরাহ হজ্জ পালন সংক্রান্তে হুকুম -আহকাম বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়, বিশেষ করে স্বামী- স্ত্রী একসাথে ওমরাহ হজ্ব যাত্রীদের ক্ষেত্রে একসাথে আবেদন ও বিমান টিকিট বুকিং নিয়মসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অত্র হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক ও মুয়াল্লিম আলহাজ্ব মোহাম্মদ ইমরান।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণকারী ৫৪ জন নারী- পুরুষ আগামী ১৬ ডিসেম্বর ২৪ ইং তারিখে অত্র হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক ও মুয়াল্লিম আলহাজ্ব মোহাম্মদ ইমরানের তত্ত্বাবধানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা করবেন।
উল্লেখ্য, বাঁশখালী হজ্জ্ব কাফেলা এণ্ড ট্রাভেল এজেন্ট নামক এই হজ্ব কাফেলার মাধ্যমে পবিত্র হজ্ব ও ওমরাহ পালনে যাওয়া মুসলিম উম্মাহর নারী -পুরুষদের জন্য হজ্ব ও ওমরাহ পালনকালে মানসম্মত খাওয়া, থাকা, জেয়ারাসহ সব ধরনের সেবাপ্রদান করে বিগত ২০০৪ সাল থেকে এই পর্যন্ত বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত সুনাম অর্জন করে আসছে।
তারই ধারাবাহিকতায় প্রতিমাসে অত্র হজ্ব কাফেলা ওমরাহ হজ্জ্ব পালনের জন্য হাজীদের নিয়ে পবিত্র মক্কা শরীফ ও মদীনায়ে পাকে যাত্রা করে থাকেন এবং ওমরাহ পালনে যাত্রার পূর্বে ওমরাহ পালনকারী নারী- পুরুষদের নিয়ে কর্মশালার মাধ্যমে ওমরাহ ও হজ্জ্ব পালন প্রশিক্ষণ দেয়া হয়, তারই অংশ হিসেবে আগামী ১৬ ডিসেম্বর ওমরাহ হজ্জ পালনের জন্য হাজীদের নিয়ে এপ্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
Leave a Reply