মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি জুনিয়র ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। এতে প্রফেসর আসহাব উদ্দিন ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে শহীদ ওয়াসিম আকরাম ফুটবল একাদশ।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বাহারচড়া রত্নপুর ফুটবল ক্লাবের আয়োজনে বাহারচড়া সমুদ্র সৈকতে উক্ত সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ জালাল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যাংকার হামিদুল ইসলাম, এডভোকেট মিজানুর রহমান, শামসুল আলম, মাষ্টার মফিজ উদ্দিন, ইউসুফ মুহাম্মদ চৌধুরী, আব্দুল আল মঞ্জুর। এসময় আরও উপস্থিত ছিলেন জসিম উদ্দিন চৌধুরী, শাহ আলম, আজিম উদ্দিন, আব্দুল কাদের, ছাত্রদল নেতা কাইয়ুমুল ইসলাম, মোঃ সাকিল, ইঞ্জিনিয়ার মিশকাত উদ্দিন চৌধুরী, আলী আকবর চৌধুরী, রাফসান, সম্রাট, তোহা খলিল, বাবু, রামিম চৌধুরী প্রমূখ।
সেমিফাইনালে খেলার অংশগ্রহণ করেন প্রফেসর আসহাব উদ্দিন ফুটবল একাদশ বনাম শহীদ ওয়াসিম আকরাম ফুটবল একাদশ। এতে ১-০ গোলে জিতে ফাইনালে উত্তীর্ণ হয়েছে শহীদ ওয়াসিম আকরাম ফুটবল একাদশ।পরে ম্যাচ সেরা খেলোয়াড়ের হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।
Leave a Reply