আফনান চৌধুরী :
বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়ন জামায়াতের কর্মী সভা ও ছাত্র আন্দোলনে স্বৈরশাসকের দলীয় সন্ত্রাসী ও পুলিশের নির্বিচারে গুলিতে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে উপজেলার গণ্ডামারা ইউপির পশ্চিম বড়ঘোনা চেমন আরা জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়ন শাখা সভাপতি মাস্টার আলী হোসাইনের সভাপতিত্বে এই কর্মী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মওলানা জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, জামায়াত নেতা মাওলানা মোক্তার হোসাইন সিকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দরা।
সভায় শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর যাবত এদেশে আওয়ামী স্বৈরশাসকের হাতে সব চেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যে সংখ্যালঘুদের বাড়ী-ঘর, জানমাল, ধর্মীয় উপসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারী স্থাপনার নিরাপত্তাদানে জামাত-শিবিরের নেতাকর্মীদের পাহারাদারির দায়িত্ব পালনের যে নির্দেশ দিয়েছেন, তা বাস্তবায়নে সারাদেশের ন্যায় বাঁশখালীতেও জামাত-শিবিরের নেতাকর্মীরা সংখ্যালঘুদের বাড়ী-ঘর,ধর্মীয় উপসনালয় গুলোতে পাহারাদারের দায়িত্ব পালন করছে, যাতে কোনো কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।
Leave a Reply