মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী,চট্টগ্রাম।
বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী ও স্বৈরাচার শাসকের পেটোয়া বাহিনী পুলিশের গুলিতে নিহত বীর শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রামের বাঁশখালী কালীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দোয়া ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
১০ আগস্ট (শনিবার) বিকেলে কালীপুর ইউপিস্থ রজনীগন্ধা কমিউনিটি সেন্টার হলরুমে কালীপুর ইউনিয়ন জামাতের আমীর এস. এম নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
কালীপুর ইউনিয়ন জামাতের সেক্রেটারি আশরাফ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, দক্ষিণ জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক, বাঁশখালী গুনাগরী মা-শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবু নাছের।
বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, নায়েবে আমীর আব্দুর রহিম ছানবী, সেক্রেটারি ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, বায়তুল মাল সম্পাদক মহিউদ্দিন, জামাত নেতা মাওলানা এনামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জুবায়ের, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও পুকুরিয়ার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, ইলিয়াস মাহমুদ, এস.এম করিম, আমিনুল ইসলাম, মোঃ এজাজ উদ্দিন, আবুল কাশেম সোহাগ, জালাল উদ্দীন, জাহাঙ্গীর আলম, আলী হোসেনসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, বৈষম্য বিরোধী যৌক্তিক দাবিতে ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
বক্তারা বলেন, মক্কা বিজয়ের পর রাসুল (সাঃ) মক্কার কাফেরদের ক্ষমা ঘোষণা করেছিলেন, এরই ধারাবাহিকতায় এদেশে ছাত্র-জনতার অভ্যুত্থাণের পর বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সবাইকে ক্ষমা ঘোষণা করেছেন। তাই ছাত্র-জনতার বিজয়কে পুঁজি করে কেউ যেনো কারো জানমালের ক্ষতি সাধন করতে না পারে সেই বিষয়ে জামাত-শিবিরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, বিশেষ করে বাঁশখালীতে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা দিতে জামাত -শিবিরের নেতাকর্মীদের পাহারাদারের দায়িত্ব পালন ও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন।
Leave a Reply