আফনান চৌধুরী :
সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর এবং উপাসনালয়ে যাতে কেউ কোনো ধরনের ধ্বংস চালাতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ আগস্ট) দলের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে।
অন্যান্য ধর্মাবলম্বী ও সংখ্যালঘু সম্প্রদায়ের আবাসন ও উপাসনালয়ের উপর হামলা করে যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য সকল জনশক্তিক ও দেশবাসীকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এরই পরিপ্রেক্ষিতে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে অবস্থিত বিভিন্ন মন্দির – কালীমন্দিরের নিরাপত্তা নিশ্চিতে মন্দির পরিচালনা কমিটির সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর – বাঁশখালী উপজেলা শূরা ও কর্মপরিষদের সদস্য, পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজলুম জননেতা নুরুল আমিন সিকদারে নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি রাহবারে আলম,সহ-সভাপতি আলী আহমেদ ,সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম,বায়তুল মাল সম্পাদক নাঈম উদ্দিন চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঁশখালী উপজেলার বায়তুল মাল সম্পাদক ফৌজুল আজীম ও ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। কোনো দুষ্কৃতিকারী যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন তারা।
এছাড়াও ইউনিয়নের অবস্থিত অধিকাংশ মন্দির পরিদর্শন, খোঁজখবর ও সার্বিকভাবে সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করা হয়। ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে গিয়ে অভয় দেয়া হয় ও সার্বিকভাবে সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করা হয়। হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে মন্দির পরিদর্শন করে তাদের পাশে থাকার আশ্বাস দেন সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার ।
Leave a Reply