[দৈনিক সবুজ বাংলা]
বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম (খোরশেদ)কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে গণ্ডামারা ইউপির ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ এর পরিবারের কয়েকজন সদস্য।
৬ জুন (বৃহস্পতিবার) বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম (খোরশেদ)’র নিজ বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন গণ্ডামারা ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও প্রবীণ আওয়ামীলীগ আব্দুল মজিদের পরিবারের কয়েকজন সদস্য। সাক্ষাৎকালে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলমকে ফুলেল শুভেচ্ছা জানান আনোয়ারা উপজেলাধীন বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ আহমদ ছগীর।
এসময় সাথে ছিলেন, আরেক প্রবীণ আওয়ামীলীগ নেতা মোঃ কামাল উদ্দিন মিস্ত্রি, হাফেজ মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, একই এলাকার জাফর আহমদ প্রমূখ।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী গত ৫জুন ২০২৪ ইং (বুধবার) বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে (দোয়াত কলম) প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।
Leave a Reply