ক্ষতিগ্রস্থরা হলেন-মোঃ ইসমাঈলের মুদির দোকান, ফজল কাদেরের মুদির দোকান, নুর হোসেনের হোমিওপথিক ঔষধের দোকান, মহিউদ্দীনের ফার্মেসী, নুরুল কবিরের চায়ের দোকানও অপরজন সেলুনের দোকান মালিক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মোঃ ইসমাইলের দোকানে কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছে তারা।
শেখেরখীল ইউপি চেয়ারম্যান মওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ টি দোকানের সমস্ত মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। তখতো বিদ্যুৎ ছিলোনা, এতো বৃষ্টি ও বাতাসের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে হলো সেটার সঠিক খবর পাইনি।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, শেখেরখীল সরকার বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘন্টার মধ্যে পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে ৬টি দোকানের মালামাল পুড়ে গেছে, তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
Leave a Reply