আফনান চৌধুরী, বাঁশখালী :
চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ, নারী নির্যাতন, কিশোর গ্যাং ও মাদক বিরোধী সচেতনতা মুলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
১১ মার্চ (সোমবার) দুপুরে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল খালেক পাটোয়ারী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভা মেয়র এডভোকেট এস এম তোফায়েল বিন হোসাইন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মামুন, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, বৈলছড়ী ইউপি চেয়ারম্যান কপিল উদ্দিন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ। এসময় উপস্থিত ছিলেন, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, সাধনপুরের কে এম সালাউদ্দিন কামাল, খানখানাবাদের জসিম হায়দার, কাথরিয়ার ইবনে আমিন, শেখেরখীলের মাওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী, শীলকুপের কায়েশ সরওয়ার সুমন, সরলের রশিদ আহমদ চৌধুরী, গণ্ডামারার ওসমান গণী, বাহারচড়া প্যানেল চেয়ারম্যান-১ ইউসুফসহ বিভিন্ন ইউপির জনপ্রতিনিধিরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র -ছাত্রী ও বিভিন্ন প্রিন্টস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক উপস্থিত ছাত্র -ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,বাল্য বিবাহ, নারী নির্যাতন, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে মেধা মননশীলতা কাজে লাগাতে হবে, অভিভাবকরা বাল্যবিবাহে বাধ্য করতে চাইলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন তিনি। পড়া লেখা করে কে কি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে মতামত যাচাই করেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা প্রশাসক বাঁশখালীতে সফর কর্মসূচি অনুযায়ী, সাধনপুর ইউনিয়ন মডেল মাঠে উপস্থিত, বালিকা প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন, জঙ্গল জলদি আশ্রয়ন প্রকল্পের কমিউনিটি সেন্টার ভিত্তি প্রস্তর স্থাপন ও উপকার ভোগীদের মাঝে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সমাবেশে অংশগ্রহণ, কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানে মতবিনিময়,বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, জলকদরের নির্ধারিত সীমানা পানি উন্নয়ন বোর্ডের নিকট হস্তান্তর, বাঁশখালী থানা পরিদর্শন,সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন। পুকুরিয়া বেলগাও চা বাগান পরিদর্শনসহ নানা কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশে অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক।
Leave a Reply