আফনান চৌধুরী, বাঁশখালী:
চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মুনিরুল মান্নান চৌধুরীর বিরুদ্ধে চৌধুরী পাড়া যুবসমাজের বার্ষিক আয়োজন (বাতিঘর) নামে প্রকাশিত একটি বইয়ে পরিকল্পিত ভাবে মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য লিপি করে ষড়যন্ত্র বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে এলাকার শান্তিকামী জনসাধারণের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ (শুক্রবার) আসরের নামাজের পর পুকুরিয়া চৌধুরী পাড়া জামে মসজিদ মাঠে মসজিদ কমিটির সভাপতি এম মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চৌধুরী পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাহবার আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ নেতা মোহাম্মদ ছায়েম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবুল কালাম, পুকুরিয়া ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর, এওচিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফর আনোয়ার, পুকুরিয়া আনচারুল উলুম সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা দিদারুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির আহমদ, মাওলানা আরিফুর রহমান চৌধুরী, পুকুরিয়া চৌমুহনী বাজার কমিটির সভাপতি বোরহান উদ্দিন এম নেওয়াজসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় এলাকার কয়েক সহস্রাধিক শান্তিকামী জনসাধারণ এই প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন। বক্তারা বলেন, চৌধুরী পাড়া যুবসমাজের বার্ষিক আয়োজন (বাতিঘর) নামে প্রকাশিত বইটিতে বইয়ের প্রকাশক, সম্পাদক ও সংশ্লিষ্ট গুটি কয়েক লোক সমাজের শান্তিশৃঙ্খলা নষ্ট করার লক্ষ্যে উদ্দেশ্য প্রনোদিত ভাবে পুকুরিয়া ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুনিরুল মান্নান চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য লিপি করে এলাকায় ও সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে সেই বইটি পুকুরিয়াসহ বাঁশখালীর বিভিন্ন অঞ্চলে এমনকি চট্টগ্রামসহ ও দেশের বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে দিয়েছে। উদ্দেশ্য প্রনোদিত ভাবে মুনিরুল মান্নান চৌধুরীর মতো একজন জনপ্রিয় ও সুনাম খ্যাত ব্যক্তির বিরুদ্ধে এলাকার চিহ্নিত কিছু স্বার্থান্বেষী কুলাঙ্গারা (বাতিঘর) নামে বই প্রকাশ করে যে ষড়যন্ত্র ও মিথ্যাচার ছড়িয়েছে, ওইসব মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা এবং বাতিঘর নামে প্রকাশিত সেই বইটি প্রতিবাদ সভায় প্রকাশ্যে ছিড়ে বইটি প্রত্যাখ্যান করেন এবং বাতিঘর নামে এই বইটি পড়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্যে সবাইকে অনুরোধ জানান তাঁরা।
এসময় বক্তারা আরও বলেন, মুনিরুল মান্নান চৌধুরী এই এলাকার একজন জনপ্রতিনিধি, তিনি কোন ধরনের অন্যায়,দূর্নীতি, অনিয়ম ও রাষ্ট্র বিরোধী কোন কার্যকলাপের সাথে জড়িত নন, এবং কোন অন্যায় ও অপরাধ মুলুক কর্মকাণ্ডকে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কখনো সমর্থনও করেনাই। এলাকায় তার উন্নয়ন মূলক কর্মকাণ্ডকে সহ্য করতে না পেরে এক শ্রেণির চিহ্নিত স্বার্থান্বেষী মহল বাতিঘর নামে বই প্রকাশ করে তাঁর বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে, এই ষড়যন্ত্রকারীরা যদি প্রকাশ্যে ক্ষমা না চায় তাহলে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করা হবে এবং এই বইয়ের প্রকাশ, সম্পাদকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে হুশিয়ারি দেন বক্তব্যরা। সভায় উপস্থিত কয়েক হাজার জনসাধারণ হাত উঠিয়ে এই বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেন।
Leave a Reply