আফনান চৌধুরী :
বাঁশখালীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা সহ দুইটি স্ক্যাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।
পরে ১ স্ক্যাভেটরটি স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় দিয়ে আরেকটি স্ক্যাভেটর উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার পুঁইছুড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী ।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী জানান, গোপনে সংবাদ পেয়ে বাঁশখালীর পুঁইছুড়ি ৪ নং ওয়ার্ডে ও ৬ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ফসিল জমি থেকে মাটি কাটার অপরাধে দুইটি স্কেভেটর জব্দ ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply