আফনান চৌধুরী :
চট্টগ্রামের বাঁশখালীতে বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শীলকূপ ইউনিয়নের টাইম বাজার, চাম্বল ইউনিয়নের চাম্বল বাজার ও পুঁইছুড়ি ইউনিয়নের প্রেম বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী।অভিযানে ৭ পেঁয়াজ ব্যবসায়ীকে ৩১টাকা জরিমানা দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধের অজুহাতে হঠাৎ করেই ভোক্তা পর্যায়ে পেঁয়াজের বাড়তি দাম হাকাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় গেলে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের মূল্য বৃদ্ধির সঠিক কারণ ও ক্রয় রশিদ দেখাতে না পারায় চাম্বল ৩টি দোকানিকে ১৫ হাজার টাকা এবং প্রেম বাজারে ৪ দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী বলেন, বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৭ দোকানিকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই দোকানি গুলো মূল্য তালিকা প্রদর্শন করে নি এবং বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করলেও ক্রয় রশিদ দেখাতে পারেননি।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকলে বলেও জানান তিনি।
Leave a Reply