1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী চেচুরিয়া বায়তুল ফালাহ জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে গুনাগরী সেভেন স্টার স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় মাহমুদুল ইসলাম চৌধুরী পরিষদ ফুটবল একাদশের জয় বাঁশখালীতে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেফতার বাঁশখালীতে সেবার মান উন্নয়নের লক্ষ্যে অনিয়ম, দূর্ণীতি ও হয়রানি প্রতিরোধে নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি পৌর বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিঃ এডহক কমিটির সভাপিত মনোনীত বাঁশখালীর বৈলছড়ী বিএনপি’র আহ্বায়ক ফজলুল কাদের এবং সদস্য সচিব আবুল কালাম বাঁশখালীতে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ কন কনে শীতে অযত্নে -অবহেলায় কাটছে পথশিশুদের জীবন বাঁশখালীতে ডজন মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামী পুলিশে গ্রেফতার বাঁশখালীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

বাঁশখালীতে ইউপি নির্বাচনে নৌকা ৭ বিদ্রোহী ৩ স্বতন্ত্র ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৩৮ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম):
নবম ধাপে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিলো। তারপরও ঘটে যাওয়া বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে নির্বাচন অনেকটা সুষ্ঠু হয়েছে বলা যায়।

বুধবার (১৫ জুন) সকাল ৮ থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।

এতে উপজেলায় ১৩ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত নৌকা ৭টিতে বিজয়ী হয়েছে। বাকী ৬টির ৩টি বিদ্রোহী ও ৩টি স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নির্বাচিতরা হলেন— পুকুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. আসহাব উদ্দীন- আনারস প্রতীকে (৬০৩৫ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আক্তার হোসেন- মোটরসাইকেল প্রতীকে (৪৮৮৮ ভোট)  , সাধনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ বিদ্রোহী  খন্দকার মোহাম্মদ সালাহউদ্দীন কামাল-অটোরিক্সা প্রতীকে (৬২০১ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহিউদ্দিন চৌধুরী খোকা- নৌকা প্রতীকে (২৮৫৬ ভোট)  ,
খানখানাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত  মো. জসীম উদ্দীন হায়দার – নৌকা প্রতীকে (৪৪৪৬ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম-আনারস প্রতীকে(২৯৪১ ভোট)  , বাহারচড়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত অধ্যাপক তাজুল ইসলাম-নৌকা প্রতীকে (৭৪৯৮ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ লোকমান -আনারস প্রতীকে (৫০০৯ ভোট),
কালীপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আ.ন.ম শাহাদত আলম-নৌকা প্রতীকে (৫৫৫৫ ভোট)নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ লোকমান -আনারস প্রতীকে (৫১৩৮ভোট) , বৈলছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মো. কপিল উদ্দিন -নৌকা প্রতীকে  (৪১৪১ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইব্রাহিম -অটোরিক্সা প্রতীকে (২৯০৮ ভোট) ,
কাথরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আলহাজ্ব ইবনে আমিন-নৌকা প্রতীকে (৫৪৪২ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জয়নাল আবেদীন – অটোরিক্সা প্রতীকে (৩১১০ ভোট)  , সরল ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত রশিদ আহমদ চৌধুরী- নৌকা প্রতীকে  (১৪৬৭৪ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বী লেয়াকত আলী তালুকদার -মোটরসাইকেল প্রতীকে (১৩০৪ ভোট) , শীলকূপ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত কায়েস সরওয়ার সুমন -নৌকা প্রতীকে  (৪১১০) নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজান সিকদার -মোটরসাইকেল প্রতীকে (২৯৪৪ভোট)  , গন্ডামারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ লেয়াকত আলী-আনারস প্রতীকে (৭১১৫ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বী শিহাব উল সিকদার -নৌকা প্রতীকে (৫৫৯৪ ভোট) , শেখেরখীল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী – চশমা প্রতীকে (৩৭২৯ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইয়াছিন -নৌকা প্রতীকে (৩৫৬৭ ভোট) , ছনুয়া ইউনিয়নে স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী মো. এম হারুনুর রশিদ -মোটরসাইকেল প্রতীকে (৬২৪৭ ভোট)নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল হক চৌধুরী চশমা প্রতীকে(৪৯৫৫ ভোট) ও পুঁইছুড়ি ইউনিয়নে স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী তারেকুর রহমান- অটোরিক্সা প্রতীকে (৬২৯৪ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল আজিম চৌধুরী -টেবিলফ্যান প্রতীকে (৩৩৮০ভোট)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল  আলম এ ফলাফল নিশ্চিত করেন।
বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম  জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কিছু ইউনিয়ন কেন্দ্রে ফলাফল ঘোষণার কেন্দ্রের বাইরে কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park