আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ২৭৭১ গরীব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
পুকুরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ও চট্টগ্রাম-১৬ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজ রহমান চৌধুরীর সরাসরি তত্ত্বাবধানে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এসব চাল বিতরণ করা হয়।বৃহস্পতিবার ও শুক্রবার (১৩ ও ১৪ এপ্রিল) দুপুর ১১টা থেকে পরিষদ চত্বরে আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন চেয়ারম্যান অসহায় গরীব দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন -পুকুরিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম,ইউপি সচিব নোবেল ভট্টাচার্য, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কানেতুল জান্নাত জাহানারা বেগম, রয়ন জান্নাত,ইউপি সদস্য মনিরুল মান্নান, হাবিবুর রহমান, এমদাদুল্লাহ প্রমুখ।
এসময় আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন চেয়ারম্যান বলেন,বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব ও অসহায়দের পাশে আছে আর আগামীতেও থাকবে।বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আর সেজন্য বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা,প্রতিবন্ধি ভাতাসহ ভিজিজি ও ভিজিএফসহ নানা কর্মসুচী অব্যাহত রেখেছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।তিনি আরও বলেন,আমার ব্যক্তিগত তরফ থেকে আরও ২শত ২৯ পরিবার সহ সর্বমোট ৩ হাজার পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার তুলে দিয়েছি।
Leave a Reply