আফনান চৌধুরী, বাঁশখালী :
বাঁশখালী উপজেলার পৌসভার হারুন বাজারস্থ ঐতিহ্যবাহী দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল ইরফান আদর্শ মাদরাসা’র ১৮ তম বার্ষিক সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসা মাঠে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক।
মাহফিলের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার পরিচালক পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলিল।
মাদরাসার শিক্ষা পরিচালক মাও মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় এ সময় আলোচনা করেন চট্টগ্রাম নাছিরাবাদ পলিটেকনিক্যাল জামে মসজিদের খতিব আল্লামা শাহ্ নুর মুহাম্মদ, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাও আনোয়ার শাহ্ আল আযহারী, দোহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাও আব্দুল্লাহ আল মারুফ, লোহাগাড়া জামেয়া ইবনে আব্বাস মাদরাসার সিনিয়র শিক্ষক মাও শোয়াইব আল কাসেমী, ভাদালিয়ার প্রবীণ আলেমেদ্বীন মাও নুরুল হক আদিব, জলদী মখজুনুল উলুম মাদরাসার সাবেক শিক্ষা পরিচালক মাওলানা নুরুল হক প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মনছুর আলী, মাদরাসার ভূমিদাতা মু. হোসাইন তালুকদার, জলদী মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মাও হামেদ, সৌদি প্রবাসী মুহাম্মদ শাহ জাহান, মাও জাফর ইকবাল, মাও জমির উদ্দিন, মাও আবু সিদ্দিক, মাও আব্দুল্লাহ সহ বহু বরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামিক স্কলারগণ।
এদিন উপস্থিত অতিথিবৃন্দ মাদরাসার বিভিন্ন পরিক্ষায় এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থী, বিশুদ্ধ কুরআন তেলাওয়াত, আরবি বক্তব্য, বাংলা বক্তব্য, ইংরেজী বক্তব্য, ইংরেজী কথোপকথন, আরবি কথোপকথন, সর্ব্বোচ্চ উপস্থিতি, সুন্দর হস্তলিপি, হামদ-না’ত ও সৎ চরিত্রের ওপর বিজয়ীদের মধ্যে প্রায় লক্ষাধিক টাকার পুরুস্কার তুলে দেন।
Leave a Reply