মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারাঃঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দিন দুপুরে প্রাইভেট কার করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরু চোর চক্রের এক সদস্যকে ধরে পুলিশে দিয়েছে জনতা।
শনিবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের মাহাতা পাঠানিকোটা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, আটককৃত মোঃ সুমন (৩১)।পটিয়া উপজেলার ০৫ নং হাবিলাশদীপ ইউনিয়নের পূর্ব চরকানাই গ্রামের ০৩ নং ওয়ার্ডের ইমাম শরীফ চকিদারের বাড়ি মোঃ সেলিম ছেলে। এছাড়াও এই ঘটনায় জড়িত বাবুল (৩২) এবং নুরুল আবছার (৩৫) নামের দুইজন পলাতক রয়েছে। এবিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার এসআই জ্যোতিষ।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মির্জা মোঃ হাসান জানান, গরু চোর এক সদস্যসহ গরু চোর কাজে ব্যবহৃত প্রাইভার কারটি জব্দ করা হয়েছে। গরু চোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চোরের সাথে করা জড়িত আছে, বিস্তারিত জেনে তাদেরকে ধরা চেষ্টা করবো। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ, গত ১ লা অক্টোবর (বৃহস্পতিবার) দিবাগত রাতে বৈরাগ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোহাম্মদ উল্লাহ – পাড়া গ্রামে আবদুল রাজ্জাক সওদাগরের একটি গাভি গরু চুরি হয়ে যায়। ২ অক্টোবর (রবিবার) পশ্চিমচাল ২ নং ওয়ার্ড থেকে মো. বাদশা এবং হুমায়ুন কবির নামে ২ ব্যক্তি ৪ টি গরু পিকাপ করে চোরে নিয়ে যায়।সোমবার (৪ জুলাই) ভোর রাতে উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউসুফ আলী মেম্বারের বাড়ির মোহাম্মদ আনোয়ারের ৩ টি, একই ইউনিয়নের ঐ এলাকার মোঃ জাহাঙ্গীরের ২ টি ও আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর ৯নং ওয়ার্ডের উত্তর বিলপুর সোলাইমানের নতুন বাড়ির মোহাম্মদ রফিক উদ্দিনের ১টি গরু নিয়ে যায় চোরেরা।
Leave a Reply