দিদার হোছাইন:
চট্টগ্রামের বাঁশখালীতে অতিবৃষ্টির ফলে মাটির ঘরের দেয়াল ধ্বসে পড়ায় মোহাম্মদ মিজবাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়।
জানা যায়,শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার সাধনপুর ইউপিস্থ ২ নং ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও এলাকায় অতিবৃষ্টির প্রভাবে ভিজে যাওয়া মাটির ঘরের দেয়াল ধ্বসে পড়ার ফলে দূর্ঘটনার শিকার হয়ে ওই শিশুর মৃত্যু হয়েছে।
সাধনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হামিদ জানান,অতিবৃষ্টির বসতঘরের আশপাশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ফলে মাটির ঘরের দেয়াল ধ্বসে দূর্ঘটনার শিকার হয়ে আমার পার্শ্ববর্তী লাতুর বর বাড়ির রফিউল করিমের ছেলে মোঃ মিজবাহ নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।সন্তানকে হারিয়ে বার বার অজ্ঞান হয়ে যাচ্ছে তাঁর মা ফটো আক্তার।রফিউল করিমের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতাম চলছে বলেও জানান মেম্বার হামিদ।