লেখক:সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন
যোগ্য,অযোগ্য ভাবতে অবাক বন্দীশালায় জীবন,
অযোগ্যরাই যোগ্য ভাবে প্রতিনিধি হয় যখন।
চুরি,চামারি, জল,বন ও ভূমিদস্যুতায় যারা,
অস্ত্র আর টাকার জোরে জন প্রতিনিধি তারা,
মাদকদ্রব্যে ব্যবসাতে সব রাঘববোয়ালদের হাত,
স্বল্প লোভে ধরাপড়ে যুবকেরা হারায় পেটের ভাত।
হাট্টিমাটিম গল্প করে ধনির কাতারে যারা,
দোষ ঢাকাতে সুযোগ নিয়ে জনদরদী সাজে তারা।
অস্ত্র,টাকার দাপটের কাছে যোগ্যরাই হয় হতাশ,
অযোগ্যরাই যোগ্য ভাবে সমাজ করে সর্বনাশ।
দেশ বাঁচাতে হবে কি আর বিপ্লবীদের জন্ম?
মূর্খতার বর্বরতায় সব যে আজি বিপন্ন।
দেশ বাঁচাতে অপরাধীর খোঁজে পুলিশ যখন ব্যস্ত,
অপরাধী তখন সাধু সেজে সমাজ সেবক হতেই ন্যস্ত!
Leave a Reply