দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ
হৃদরোগে আক্রান্ত হয়ে মো: জিয়াউর রহমানের হার্টের দুটি ভাল্ভ সম্পূর্ণ অকেজো হয়ে মৃত্যুর মূখে ঢলে পড়লেও তার অসহায় পরিবার টাকার অভাবে অপারেশন খরচ যোগাড় করতে না পারাতে দীর্ঘদিন যাবৎ হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে রোগী জিয়াউর রহমান।
হৃদরোগে আক্রান্ত রোগী মোঃ জিয়াউর রহমান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ২ নং সাধনপুর ৯ নং ওয়ার্ড দক্ষিণ সাধনপুর মোকামি পাড়া এলাকার মৃত মাহমুদুল হক এর ছেলে এবং আনিছুর রহমান নামে এক সংবাদকর্মীর ছোট ভাই।
বিগত ৭ বছর যাবৎ তার চিকিৎসা সংক্রান্তে প্রায় ৭ লক্ষাধিক টাকা খরচ করেও প্রকৃত রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। ২০২৪ ইং জুন মাসে কাশির সাথে মাত্রাতিরিক্ত রক্ত বের হওয়ায় জিয়াউর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে জানতে পারেন যে, জিয়াউর রহমান হৃদরোগে আক্রান্ত হয়েছে। এরপর ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে পে ১১ নং বেডে গত ১৬ জুলাই ভর্তি করা হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষা পর বিশেষজ্ঞ চিকিৎসকগণ তার হার্টের দুটি ভাল্ভ সম্পূর্ণ রূপে অকেজো হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেন। মানুষের হার্টে চারটি ভাল্ভের মধ্যে দুটি ভালভ অকার্যকর হয়ে গেলে সার্জারির মাধ্যমে দ্রুত মেরামত কিংবা প্রতিস্থাপন করা না হলে মৃত্যুর ঝুঁকি খুব বেশি হয়।অনুরূপ ভাবে জিয়াউর রহমানের হার্টের দুটি ভাল্ভ অকার্যকর হয়ে পড়ায় দ্রুত অপারেশন জরুরি হলেও এই অপারেশন করতে অক্সিজেন ও মেডিসিনসহ প্রায় ৫ লক্ষাধিক টাকা খরচ হবে। এতো ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা এবং অর্থ জোগাড় করা তার অসহায় পরিবারের পক্ষে অসম্ভব। আর দ্রুত অপারেশন করা ছাড়া জিয়াউর রহমানকে বাঁচানো সম্ভব নয়।
দীর্ঘ ৭ বছর যাবত রোগী জিয়াউর রহমানের চিকিৎসা খরচ চালিয়ে আসলেও বর্তমানে আর্থিক সংকটে থাকা তার ভাইদের পক্ষে এই ব্যয়বহুল অপারেশন খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
এমতবস্থায় মোঃ জিয়াউর রহমানের জীবন বাঁচাতে চিকিৎসা সাহায্যর্থে এগিয়ে আসতে সমাজের বিত্তশালী হৃদয়বানদের প্রতি আকুতি জানিয়েছেন তার বড় ভাই আনিছুর রহমান ও মুফিজুর রহমান।
সাহায্য পাঠানোর ঠিকানা: আনিছুর রহমান বিকাশ পার্সোনাল নং- 01832- 287440, মুফিজুর রহমান বিকাশ পার্সোনাল নং- 01857-328448, ব্যাংক হিসাব একাউন্ট নাম্বর -20504240200386400 ইসলামী ব্যাংক, প্রবর্তক শাখা, চট্টগ্রাম।