প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১০:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ
সাংসদ মুজিবুর রহমান সিআইপির সহযোগিতায় বাঁশখালীর চেচুরিয়া পাহাড়ি জনপদে ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন
মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী।
দীর্ঘ একযুগ পর বাঁশখালীর বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া খোদুল্ল্যা পাড়া পাহাড়ি জনপদে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ব্রীজ। চট্টগ্রাম -১৬ বাঁশখালীর বর্তমান সাংসদ আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপির সহযোগীতায় এই ব্রিজটির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
দীর্ঘ একযুগের অধিক সময় পার হলেও পাহাড়ি এই জনপদে দুর্ভোগের বিষয়ে দেখার কেউ ছিলোনা। দূর্ভোগের কথা বিবেচনা করে ৬ জুন (বৃহস্পতিবার) বিকেলে বাঁশখালীর বর্তমান সাংসদ আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপির সহযোগিতায় ব্রীজটির নির্মাণ কাজ উদ্বোধন করায় ওই এলাকার সর্বস্তরের মানুষ আনন্দিত।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শফিকুর রহমান (শফিক), মোঃ আখতার মিয়া, মাস্টার শ্যামল, মেম্বার আব্দুল আলীম, আখতার সওদাগর, শহীদুল ইসলাম সিকদার, শাখাওয়াত হোসেন, আব্দুল সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
পাহাড়ি এই জনপদে মানুষের দূর্ভোগের কথা বিবেচনা করে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়াতে সাংসদ মুজিবুর রহমান সিআইপি (এমপি)কে ধন্যবাদ জানান স্থানীয়রা।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত