চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে ওলামা মশায়েখ সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ ডিসেম্বর) বাঁশখালীর কালীপুরস্থ এক কমিউনিটি সেন্টার হলরুমে বাঁশখালীর প্রবীণ আলেম পীরে কামেল শাহ্ সুফি আল্লামা ইসহাক হুজুরের সভাপতিত্বে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ওলামা মশায়েখ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দারুল উলুম আলীয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ মজলিসুল মোফাচ্ছিরীন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি,গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুহাম্মদ নিজাম উদ্দিন, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারী ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াত নেতা ও বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবু নাছের, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক মাওলানা ফজলুল করিম জিহাদী, হেফাজতে ইসলাম বাঁশখালী শাখার আমীর মাওলানা নুরুল হক সুজিশ, উপজেলা জামায়াতের সাবেক আমীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শূরা সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, সাতকানিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুনিরুল আলম, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, সাধনপুর কনজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবু বকর, জলদী হোসাইনিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, বাঁশখালী পৌরসভা জামায়াতের আমীর আবু তাহের, মাওলানা এনামুল হক জিহাদী, মাওলানা এজাজ আহমদ, মাওলানা মুনিরুল হক খলিলী, মাওলানা আখতারুজ্জামান, অ্যাডভোকেট জি.এম সাইফুল ইসলাম, মাষ্টার আব্দুর রহিম ছানুবী, মাওলানা মহিউদ্দীন, অধ্যক্ষ মাওলানা মীর আহমদ, অধ্যক্ষ মাওলানা আবু তাহের, মাওলানা শহিদুল্লাহ, মুহতামিম মাওলানা আবু বকর প্রমূখসহ ওলামা মশায়েখের হাজারো নেতাকর্মীদের উপস্থিততে লোকে- লোকারন্য হয়েছে সম্মেলন প্রাঙ্গণ।
সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর যাবত এই জাতির ঘাড়ে চেপে বসা তৎকালীন আওয়ামী স্বৈরাচার সরকারের দমন-পীড়ন, খুন, গুম, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ নানা নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ দেশের সর্বস্তরের মানুষ। গত ৫ আগস্ট এদেশের মুক্তিকামী ছাত্র -জনতার গণবিপ্লবের মধ্যদিয়ে আওয়ামী স্বৈরাচার সরকারের পতনের পর এদেশের ১৮ কোটি মানুষ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তিলাভ করেছে, নিঃস্বাস ফেলার সুযোগ লাভ করেছে জাতি। বৈষম্য বিরোধী ও গণবিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরশাসকের হাতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো পর্যন্ত নানা ভাবে অপপ্রচার চালিয়ে এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিতে সব ধরনের মতানৈক্যকে পদদলিত করে ঐক্যবদ্ধ ভাবে দেশ ও জনস্বার্থে সাবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, ২০২৪ এর আন্দোলনের মধ্যদিয়ে ছাত্র-জনতার রক্তার্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হবে, তাদের রক্ষার্জিত এ স্বাধীনতাকে রক্ষা করা, দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় দেশে -বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সক্ষম ভাবে মোকাবিলা করা আমাদের -আপনাদের এবং এদেশের সর্বস্তরের নাগরিকের দায়িত্ব, আর আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে এদেশের ভেঙে পড়া সকল সেক্টরে সংস্কার করা ও সংস্কার পরবর্তী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব। এজন্যে অন্তবর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ওলামা মশায়েখদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন বক্তারা।
Leave a Reply