প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৩:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৪, ৫:১৯ অপরাহ্ণ
সড়ক যানবাহন শ্রমিক সভাপতি আমির হোসেন সাদু, সাধারণ সম্পাদক জাবেদুল হক
মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া সড়ক যানবাহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৪৬৩ এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি আমির হোসেন সাদু ও মোঃ জাবেদুল হক (জাবেদ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।শনিবার (১৭ আগস্ট) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে সড়ক যানবাহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন।ঘোষিত ফলাফলে আমির হোসেন সাদু (ছাতা প্রতীকে) ১৯৩ ভোট পেয়ে সভাপতি ও মোহাম্মদ জাবেদুল হক জাবেদ (সাইকেল) প্রতীকে ৩৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হন।সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন ৩২২ ভোট, সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন ৩০৭ ভোট, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ ৩০২ ভোট, দপ্তর সম্পাদক জহির উদ্দীন ২৬৩ ভোট, প্রচার সম্পাদক মোঃ ফিরোজ ৩৪৮ ভোট, কোষাধ্যক্ষ মোঃ ওসমান ২৬০ ভোট, সদস্য মোঃ বেলাল উদ্দিন ৩৬৪ ভোট, মোঃ বদি আলম ৩২৪ ভোট ও মোঃ জালাল উদ্দীন ২৬৬ ভোট পেয়ে বিজয় লাভ করেন।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত