মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারাঃঃ
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারের "ট্রাফিক পুলিশ বক্সের যেন ময়লা আবর্জনার স্তূপ" শিরোনামে সংবাদ প্রকাশকের পর আবর্জনায় মুক্ত হলো ট্রাফিক পুলিশ বক্সে।
মঙ্গলবার (৩১ শে মে) সরেজমিনের পরিদর্শন করা দেখা যায়, ট্রাফিক পুলিশ বক্সের চার পাশের নোংরা পানির নিষ্কাশনের জন্য ড্রেনেজ পরিষ্কার এবং ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করে সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়।
পথযাত্রী শেখ আবদু্ল্লাহ্ বলেন, নিউজ প্রকাশের পর ট্রাফিক পুলিশ বক্সের বিষয়টা নজরে আসার পর ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে।চাতরী চৌমুহনী বাজারের ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জকে এই রকম সুন্দর একটা উদ্দ্যােগ গ্রহণ করা জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
এই ব্যাপারে আনোয়ারা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মোঃ হাফিজুর রহমান বলেন,আসলে বিষয়টা খুব দুঃখ জনক, এই মাসের সড়ক উন্নয়নের জন্য ট্রাফিক পুলিশ বক্সেরটা ভেঙ্গে অন্য জায়গা জায়গা হস্তান্তর করা কথা ছিল। সংবাদ প্রকাশের পর বিষয়টা আমার নজর আসলে আমি তাৎক্ষণিক ভাবে নোংরা পানির নিষ্কাশনের জন্য ড্রেনেটা ব্যবস্থাসহ ময়লা আবর্জনা পরিষ্কার সহ ইট,বালি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। আশেপাশের দোকানদারকে বিশেষ অনুরোধ জানাচ্ছি ময়লা আবর্জনা না ফেলার জন্য, যদি কেউ আদেশ অমান্য করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।