দিদার হোসাইন, স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের আনোয়ারা থানাধীন বটতলী শাহ্ মোহছেন আউলিয়া(রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ)র মাজার সংলগ্ন প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ৭তম মাহফিল অনুষ্ঠিত হয়।
১০ নভেম্বর (বৃহস্পতিবার)আলহাজ্ব এস এম আবু ফকিরের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল মোমেন আনোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এস এম কিবরিয়া, উদ্বোধক ছিলেন মাষ্টার এস এম আবু তাহের।
এতে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদী,প্রধান ওয়ায়েজিন ছিলেন মাওলানা মুফতি রুহুল আমিন ছিদ্দিকী,প্রধান আলোচক মাওলানা মোর্শেদুল আলম আনোয়ারী,
বিশেষ বক্তা ছিলেন,আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী,আলহাজ্ব মাওলানা আসহাব উদ্দিন,শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) জামে মসজিদ এর পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আহমদ উল্লাহ, সহকারী ইমাম হাফেজ আহমদ ছগীর,হাফের মুহাম্মদ ওমর ফারুক।আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব এস এম ফজলুল করিম,এস এম জহিরুল ইসলাম,এস এম আবু তাহের মিয়া,আলহাজ্ব মাওলানা শামসুল ইসলাম আনোয়ারী,মাষ্টার এস এম আলম।
অনুষ্ঠানে ৪নং বটতলী ইউপির ৬ নং ওয়ার্ড থেকে নবনির্বাচিত ইউপি সদস্য এস এম জসিম উদ্দিন (কোটিপতি)কে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে(সংবর্ধেয়)সম্মাননা স্মারক প্রদান করেন হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) ফাউন্ডেশনের সভাপতি এস এম মহিউদ্দিন আনিস ও সাধারণ সম্পাদক এস এম সাদ উদ্দিন ফরমান সহ মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত অতিথি বৃন্দ।