প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৫, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ
মরহুম জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন নিবেদিত প্রাণ মৃত্যু বার্ষিকীতে বাঁশখালী কাথরিয়ার শাহাজাহান চৌধুরী
মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) থেকে চার চার বারের নির্বাচিত সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার কাথরিয়ায় পবিত্র খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকালে বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও কাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, এডভোকেট মিজানুর রহমান, বিএনপি নেতা মনজুরুল আলম, বিএনপি নেতা মোঃ ওসমান ও কাথারিয়া ইউনিয়ন জাতীয়তাবাদীদল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরাসহ স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন। খতমে কুরআন ও দোয়া মাহফিলে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন, মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন নিবেদিত প্রাণ, দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দূর্সময়ের অভিভাবক ও আশ্রয়স্থল ছিলেন মরহুম জাফরুল ইসলাম চৌধুরী,বাঁশখালীর গণমানুষের ভালোবাসার মূর্তপথিক ছিলেন তিনি। যার ফলে বাঁশখালী থেকে চার চার বার জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হয়ে বাঁশখালী ও বাঁশখালীর মানুষের জন্য কাজ করেছেন তিনি। তাই মৃত্যুর পরেও বাঁশখালীর মানুষ মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। এসব কথা বলেন কাথরিয়ার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত