বিনম্র শ্রদ্ধা
সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন
১৫ আগস্টের এই দিনে শ্রদ্ধাঞ্জলীতে ভরপুর আজি ফেইসবুকেরই পাতা,,
সেই শ্রদ্ধা যেন থাকে বঙ্গবন্ধুর প্রতি বাঙালি জাতীর হৃদয়ের গহীনে গাঁথা!
শ্রদ্ধা আর সম্মান যদি হয় ফেইসবুক পেইজে সীমাবদ্ধ,
বাঙালী জাতি আবারও হতে পারে পশ্চিমাদের বেড়াজালে অবরুদ্ধ!
ঘাতক মোশতাকেরা কেড়ে নিলো আজি স্ব-পরিবারে বঙ্গবন্ধুর প্রাণ,,
তাইতো আজি বাঙালি জাতির হৃদয় জুড়ে বিনম্র শ্রদ্ধায় শেখ মুজিবুর রহমান!
ইতিহাসের পাতায় প্রজন্মেরা শুনবে যখন বঙ্গবন্ধু পরিবারের আর্তচিৎকার,
মোশতাকিদের নয় যে শুধু প্রজন্মেরা আমাদেরও জানাবে নাতো ধিক্কার?
শাসন,শোচন,স্বৈরাচারীতা প্রবনতার নেই কোন অন্ত,
স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে মোশতাকেরা আজও কি হয়নি ক্ষান্ত?
হত্যা,রাহাজানি, দমন -পীড়ন রক্তে রঞ্জিত রাজপথ,
স্বাধীনতার অর্ধশত বছরেও কি কাটেনি গণতন্ত্রের বিপদ?
অধিকার রক্ষায় সালাম,রফিক,জব্বার ও বরকতরাই নিবেদিত প্রাণ,
আজও কি হয়নি স্বাধীন জাতির গণতান্ত্রিক স্থান?
হৃদয় স্পর্শী সংগ্রামী বক্তব্য সেই এখনো কাঁদায় মন,,
শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির ধন।
মোশতাকেরা গাইছে এখনো পশ্চিমাদের গান,
বাঙালি জাতি ভূলেছো কি আজিই বঙ্গবন্ধুর গুণগান?
১৫ আগস্ট শহীদ মিনারে পুষ্প হাতে সারিবদ্ধ জনতা!
আমিও জানাই বঙ্গবন্ধু পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা।