নিজস্ব সংবাদদাতা,আনোয়ারাঃঃ সিলেটের সুনামগঞ্জের বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চঁলের বানভাসি অসহায় মানুষের পাশে ত্রান নিয়ে হাজির হয়েছেন "দুষ্ট মিষ্টি ভালবাসা" গ্রুপের সকল সদস্য বিন্দু।
সিলেটের সুনামগঞ্জের বন্যকবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য "দুষ্ট মিষ্টি ভালবাসা" গ্রুপের সদস্য কুমিল্লার কৃর্তি সন্তান মানব সেবক সেভার অগ্রধুত,আরব আমিরাত প্রবাসি রাব্বি মজুমদার, ফরিদপুরে বীর মানবতার সৈনিক, সৌদি আরব প্রবাসি আর কে রাকিব চৌধুরী আর্থিক সহায়তা ৫০০ পরিবারের মাঝে ভ্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
"দুষ্ট মিষ্টি ভালবাসা" গ্রুপের মায়েশা ইসলাম তিথি, বাপ্পি,রাকিব চৌধুরী, জি,কে ভাই, মিতিলা রহমান, সাজ নিন আক্তার সাজের উপস্থিতের প্রতিনিধি দল ত্রান সামগ্রী বিতরণ করেন।