দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ২ নং সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন ওয়ার্ড শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও কর্মী সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়।
২০ অক্টোবর(বৃহস্পতিবার) উপজেলার সাধনপুর ইউপির বাণীগ্রামের”দি কিং অব বাঁশখালী কমিউনিটি সেন্টার হল রুমে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন ও কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন,বাঁশখালী সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
উদ্বোধক ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী,প্রধান বক্তা ছিলেন,বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর,বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা,কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত আলম,বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,সরল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী,চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার।উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াস।
এসময় আরো উপস্থিত ছিলেন ২নং সাধনপুর ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসুল হক,বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল,ইউপি সদস্য করুণাময় ভট্টাচার্য, যুবলীগ নেতা মুহাম্মদ রহিম,সাবেক উপজেলা ছাত্রীলীগের সাঃ সম্পাদক সাইফুল আজম সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী,যুব,শ্রমিক ও ছাত্র লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হলে বাঁশখালীতে আওয়ামী লীগকে সুসংগঠিত করে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির বিকল্প নেই।
Leave a Reply