আফনান চৌধুরী,বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় ও স্থানীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের সংগঠন ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বাঁশখালী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে।
বাঁশখালী প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলী ও কার্য নির্বাহী কমিটির নির্দেশনায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বাঁশখালী আদালত ভবন সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে দুপুরে সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট তকছিমুল গণী ইমন, এ্যাডভোকেট নাজমুল আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম হেলাল, ব্যবসায়ী দিবস চক্রবর্তী। নির্বাচনে দৈনিক চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি শফকত হোসাইন চাটগামীকে সভাপতি ও দৈনিক ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি শাহ্ মোহাম্মদ শফি উল্লাহ সম্পাদক নির্বাচিত হন।
এসময় নির্বাচন শেষে এ্যাডভোকেট তকছিমুল গণী ইমন ফলাফল ঘোষণা করেন।
Leave a Reply