আফনান চৌধুরী,বাঁশখালী :
চট্টগ্রামের বাঁশখালীর চাঁদপুর বেলগাঁও চা বাগান পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
১১ মার্চ (সোমবার) বিকেলে বেলগাঁও চা বাগান প্রজেক্ট কার্যালয় চত্বরে লেডিস ওয়েলফেয়ার ক্লাব চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মিস তানজিয়া রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বক্তব্য শেষে পুকুরিয়া বেলগাঁও চা বাগানে বসবাসরত সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে লেডিস ওয়েলফেয়ার ক্লাব চট্টগ্রাম এর পক্ষ থেকে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন,বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ, বাংলাদেশীয় চা সংসদ চট্টগ্রাম এর চেয়ারম্যান ও বেলগাঁও চা বাগান ব্যবস্থাপক আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, গণ্ডামারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণী, পুকুরিয়া ইউপি সদস্য মনিরুল মান্নান চৌধুরী, ফরিদ আহমদসহ অন্যন্যরা।
শিক্ষা উপকরণ বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে চা-বাগান এরিয়া পরিদর্শন করেন জেলা প্রশাসক ও প্রশাসন কর্মকর্তারা।
উল্লেখ্য, ১১ মার্চ (সোমবার) চট্টগ্রাম জেলা প্রশাসক বাঁশখালীতে সফর কর্মসূচি অনুযায়ী, সাধনপুর ইউনিয়ন মডেল মাঠে উপস্থিত, বালিকা প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন, জঙ্গল জলদি আশ্রয়ন প্রকল্পের কমিউনিটি সেন্টার ভিত্তি প্রস্তর স্থাপন ও উপকার ভোগীদের মাঝে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সমাবেশে অংশগ্রহণ, কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানে মতবিনিময়,বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, জলকদরের নির্ধারিত সীমানা পানি উন্নয়ন বোর্ডের নিকট হস্তান্তর, বাঁশখালী থানা পরিদর্শন,সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন। পুকুরিয়া বেলগাও চা বাগান পরিদর্শনসহ নানা কর্মসূচির অংশ হিসেবে চা-বাগান পরিদর্শন ও বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক।