মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সদস্য বিদায়ী ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী।
মতবিনিময়ের প্রথম অধিবেশন শেষে উপজেলা পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমীকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরীমন আকতার নুরীকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার প্রদান করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি তোফায়েল আহমদ, সাধনপুর ইউপি চেয়ারম্যান কে. এম. সালাউদ্দিন কামাল, কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, কাথরিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিন, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, বাহারচড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, বৈলছড়ী ইউপি চেয়ারম্যান কপিল উদ্দিন,সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুন রশীদ, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, গণ্ডামারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণী ও বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যরাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।