মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন আহমদিয়া ডলমপীর (রহঃ) সিনিয়র মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী আহমদিয়া ডলমপীর রহঃ সিনিয়র মাদ্রাসা হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তৈয়ব ফারুকীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠা আলহাজ্ব সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজুর সুযোগ্য সন্তান ও মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব শহীদুল মোস্তফা চৌধুরী মিজান। বিশেষ অতিথি ছিলেন আলিমুল মোস্তফা চৌধুরী মিনহাজ।
ডলমপীর রহঃ সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক সৈয়দুল আলম ও শিক্ষক রিয়াজুল করীমের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদারবাড়ী জামেয়াতুল মদিনা সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ ওসমান গণী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডলমপীর রহঃ মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান।
উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মাওলানা জাকের আহমদ, মাওলানা সিরাজুল হক, মাওলানা সুলতান মঈনুদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হুমায়ুন কবির, অত্র মাদ্রাসার এবতেদায়ী প্রধান মাওলানা জালাল উদ্দীন, মাওলানা বদিউল আলম, বাঁশখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারি সাংবাদিক আব্দুল মতলব কালু, সদস্য সাংবাদিক মোহাম্মদ এরশাদ, সদস্য সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন প্রমূখ।
সকাল ৮ টা থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা ক্বেরাত, হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশন করেন। এতে আরবীতে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অষ্টম শ্রেণি শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাকিব ও মোহাম্মদ আব্দুল্লাহসহ দুই শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শহীদুল মোস্তফা চৌধুরী মিজান বলেন, একসময় এলাকার মানুষ খুবই অবহেলিত ছিলো, দ্বীনি শিক্ষার অভাবে কোনো ধরনের ভ্রাতৃত্ব বোধ পরস্পরের সম্মান -স্নেহ বোধ ছিলনা। আশপাশে কোন ধরনের দ্বীনি প্রতিষ্ঠান ছিলোনা, তাই এমন ক্লান্তিকর পরিস্থিতিতে এই এলাকার মানুষের মধ্যে দ্বীনি শিক্ষা তথা পবিত্র কুরআন ও রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্নাহর আলোকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ১৯৮৪ সনে আলহাজ্ব সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু সাহেব এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়েন কুরআন ও হাদীসের আলো। এসময় তিনি আরও বলেন, স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি শিক্ষার্থীদের তুলনায় মাদ্রাসা শিক্ষার্থীদের আদাব আখলাক্ব আমার কাছে আলাদা মনে হয়। তাদের চেহেরায় নুর ভেসে উঠে, তাদের চলাফেরা, আচার আচরণ সব কিছুই সুন্দর ও উত্তম, আমি ও আমার পরিবারের সকল সদস্যরা আলেম সমাজকে আলাদা ভাবে সম্মানের চোখে দেখি। কারণ আলেমরাই দুনিয়াতে কুরআন ও হাদীসের আলোকে ছড়িয়ে দিয়ে মানুষকে জাহেলিয়াত ও অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারে। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু সাহেব এর পরিবার যাতে এই দ্বীনি প্রতিষ্ঠানের আজীবন খেদমত করতে পারে সেই জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য প্রতিবছরের ন্যায় এবছরও আহমদিয়া ডলমপীর (রহঃ) সিনিয়র মাদ্রাসায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে।
Leave a Reply