আফনান চৌধুরী,বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলের পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখান থেকে দশটি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় অস্ত্র তৈরির মূল কারিগর জাকির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। জাকির হোসেন চাম্বল ইউনিয়নের সোনারখীল এলাকার বাসিন্দা বলে জানা যায় ।
বুধবার (৩১ আগস্ট) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ছোট ওয়ানশুটার গান জাতীয় অস্ত্র বানানো হতো ওই কারখানায়। একটি অস্ত্র তৈরির জন্য অস্ত্রের ক্যাটাগরিভেদে ১০ থেকে ৩০ হাজার টাকা নিতো। আটক জাকির ৭ থেকে ৮ বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করতো‘
তিনি আরও বলেন, জাকিরসহ আরও তিন কারিগর মিলে অস্ত্র তৈরির সম্পূর্ণ কাজটি করতো। অস্ত্রের প্রকারভেদে তৈরী করতে তাদের ন্যূনতম পাঁচ থেকে পনেরো দিন সময় লাগে এবং অস্ত্র তৈরির কাঁচামাল স্থানীয় বিভিন্ন ওয়ার্কশপ থেকে সংগ্রহ করে নিয়ে এসে এই কারখানায় প্রস্তুত করতো তারা।.
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে এই অভিযান চালানো হয়। এসময় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply