মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫ সেশনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, এতে সভাপতি এডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল, সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি এড. বোরহান উদ্দিন মাতব্বর নুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট অসীমা দেবী নির্বাচিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বাঁশখালী আদালত ভবন হলরুমে আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫ সেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টা থেকে ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. নুরুল আবছার, সহকারী নির্বাচন কমিশনার এড. মো. মহিউদ্দিন চৌধুরী ও এড. তাপস কান্তি সুশীল। ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচনে দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার।
Leave a Reply