1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি মনিরুল আলম, সহ-সভাপতি এড.বোরহান এবং সাধারণ সম্পাদক অসীমা দেবী বাঁশখালীতে জোরপূর্বক দোকান দখল, ফিরে পেতে প্রবাসীর আকুতি বাঁশখালীতে দেয়ালে জুলাই স্মৃতির গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ লিখার প্রতিবাদে পাল্টা কর্মসূচি পালন বাঁশখালীর দ.জলদী হিফজুল কোরআন আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঁশখালীতে উপদেষ্টা হাসান আরিফের স্মরণ সভায় সিটি মেয়র ডা. শাহাদাত বাঁশখালীর গুনাগরীতে গ্রীণ ল্যাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে বাঁশখালী প্রেসক্লাবের কমিটি গঠিত, সভাপতি শফকত চাটগামী, সম্পাদক আবদুল মতলব বাঁশখালীর কাথরিয়ায় স্বপ্নতরী ওয়ার্ড অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত মাওলানা কাজী নাজিমুদ্দিন ফারুকীর মৃত্যুতে পুকুরিয়া জামায়াতের শোক বাঁশখালীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক” তারুণ্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত

বাঁশখালীর প্রধান সড়কে তীব্র যানজট, দেখার কেউ নেই, ভোগান্তিতে যাত্রীরা

  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৩০ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইনঃ

(#বৃহস্পতিবার-শুক্রবার আসলে এসড়কে একদিকে তীব্র যানজট ভোগান্তি অপরদিকে ভাড়া নৈরাজ্য, চরম বিপাকে যাত্রী মহল।

# বাঁশখালীর প্রবেশদ্বার চাঁদপুর তেমনি, গুনাগরী চৌমুহনী, রামদাস মুন্সির হাট, কালীপুর সদর আমিন হাট, বৈলছড়ী বাজার, হাবিবের দোকান, পৌরসভার মিয়ার বাজার, উপজেলা সদর, টাইমবাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে দীর্ঘ যানজট নিরসন জরুরি।

# ওইসব গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সড়কের উপর যত্রতত্রে অবৈধ পার্কিং, ব্যাটারী চালিত অটোরিকশার হিড়িক, দোকানদররা ব্যবসায়িক মালামাল রেখে সড়কের দুপাশ দখল, পণ্যবাহী ট্রাক পার্কিং করে দিনে বেলায় পণ্য লোড- আনলোড করা, সড়কের দুপাশে ভাসমান হকার ও কাঁচাবাজার স্থাপন ও নির্দিষ্ট বাস স্ট্যান্ড না থাকায় সড়কের উপর বাসপার্কিং এবং লাইসেন্স বিহীন সিএনজির অবৈধ পার্কিংয়ের ফলে সড়কে যানজট দিনদিন তীব্র গতিতে বাড়লেও দেখার কেউ নেই। সড়কে ট্রাফিক ব্যবস্থা থাকলেও এতো কম সংখ্যক ট্রাফিক পুলিশ দিয়ে বাঁশখালীর বিস্তীর্ণ সড়কে যানজট নিরসন অসম্ভব হয়ে পড়েছে)।

চট্টগ্রামের আনোয়ারা -বাঁশখালী -পেকুয়া সংযোগ (পিএবি) সড়কে তীব্র যানজটের ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হলেও দেখার কেউ নেই।
যাত্রীদের অভিযোগ, আনোয়ারা -বাঁশখালী-পেকুয়া সংযোগ সড়কটি নামেমাত্র আঞ্চলিক মহাসড়ক, প্রকৃত পক্ষে এই ব্যস্ততম সড়কটি যানবাহন -পরিবহন চলাচলের তুলনায় খুবই সরু। এছাড়াও বাঁশখালীর চাঁদপুর, গুনাগরী, কালীপুর, বৈলছড়ী, পৌরসভা মিয়ার বাজার, উপজেলা সদর, দারোগা বাজার, টাইমবাজার, চাম্বল বাজার, নাপোড়া, প্রেমবাজারসহ প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে একদিকে ব্যবসায়ীরা  দোকানের মালমাল সড়কের দুপাশ দখল করে রাখা, ভাসমান হকার ও কাঁচাবাজার বসানো, যত্রতত্রে অবৈধ পার্কিং, লাইসেন্স বিহীন সিএনজি, ব্যাটারী চালিত টমটম, অটোরিকশা পার্কিং, বাস পার্কিং ও পণ্যবাহী ট্রাক পার্কিংয়ের ফলে ঘন্টার পর ঘন্টা লেগে থাকে দীর্ঘ যানজট, অপরদিকে সন্ধ্যা ঘনিয়ে আসেই সিএনজি চালকরা যাত্রীদের জিম্মি আদায় করছে অতিরিক্ত ভাড়া, বিশেষ করে সরকারি ছুটিতে (বৃহস্পতিবার -শুক্রবার) আসলেই ভাড়া নৈরাজ্য ও যানজট ভোগান্তিতে দিশেহারা যাত্রীরা। দীর্ঘ যানজটের ফলে একদিকে যথাসময়ে গন্তব্যে পৌঁছতে পারেনা, অপরদিকে ভাড়া নৈরাজ্যে চরম বিপাকে পড়েছে যাত্রীরা।
আনোয়ারা- বাঁশখালী -সাতকানিয়া বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাবেরুল হক জাবেদ বলেন, বাস শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার কোন সুযোগ নেই, কারণ এবিষয়ে শ্রমিক ইউনিয়ন সব সময় সতর্ক অবস্থায় রয়েছে, তাছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়ার জন্য বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, কোন শিক্ষার্থীর কাছে টাকা না থাকলে তাকে বিনা পয়সায় বাসে করে নিয়ে আসার কথাও বলা আছে। বাস শ্রমিকরা ভাড়া নৈরাজ্যের সাথে কোন ভাবেই জড়িত নয়, যাত্রীদের কাছ থেকে এক পয়সা অতিরিক্ত আদায় করছে এমন কোন অভিযোগের প্রমাণ কেউ দিতে পারলে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তারা।

বেশ কয়েকজন বাস মালিক ও শ্রমিক নেতারা বলেন, বাঁশখালীর যাত্রীদের যাতায়াতের জন্যে বাঁশখালীর মালিকানাধীন পর্যাপ্ত বাস থাকলেও কতিপয় স্বার্থান্বেষী মহল বাঁশখালীতে (এস. আর স্পেশাল) সার্ভিস গাড়ির কাউন্টার বসানোর কূমানসে বাঁশখালী বাস শ্রমিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে জানান বাস মালিক ও শ্রমিক সংগঠনের এই নেতারা।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র সাথে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park