মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালী পুকুরিয়ায় আরব প্রপার্টিজ লিঃ ও ইলিয়াস আরব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২দিনব্যাপী সীরাতুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার ও শুক্রবার পুকুরিয়া নতুন পাড়াস্থ মসজিদে মদিনা ও সিরাজুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন, সাবেক এমপি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর (রহঃ) এর সুযোগ্য সন্তান আলহাজ্ব শামীম বিন সাঈদী, উদ্বোধক ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক, আরব প্রপার্টিজ লি. ও সিরাজুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস।
মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সাঃ) আল্লামা সৈয়্যদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী, আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী, প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
মাওলানা ক্বারী ওয়ালি উল্লাহ ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে তফসির পেশকরেন, শায়েখ ড. কাজী ইব্রাহীম ঢাকা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আরবী বিভাগের অধ্যাপক প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, আল্লামা সাদিকুর রহমান আযহারী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. বিএম মুফিজুর রহমান আযহারী, শায়েখ মুফতি হারুন ইজহার, মাওলানা আবু হানিফ নেছারী, ঢাকা,আল্লামা শায়েখ জালালুদ্দিন, ঢাকা, আল্লামা হোসাইন আহমদ মাহফুজ, ঢাকা।
মাওলানা হানীফ আল মাহমুদী এবং উপজেলা জামায়াতের শুরা সদস্য ও পুকুরিয়ার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের প্রথম দিবসে প্রধান অতিথি ছিলেন, মুফতি আব্দুল্লাহ, মাওলানা আবু তাহের কাসেমী নদভী, পীর মোস্তাক ফয়েজী, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক। প্রথম দিবসে আলোচনা পেশকরেন, আল্লামা জসিমউদদীন রহমানি, আল্লামা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা নুর আহমদ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আল্লামা ড. মাহমুদুল হাসান, মাওলানা মহিউদ্দিন মাহবুব। ক্বেরাত পরিবেশন করেন, শায়েখ ক্বারী আহমুদুল হক, ক্বারী আব্বাস উদ্দিন।
সমাপনী দিবসে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, উপজেলা শুরা সদস্য ও পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, পুকুরিয়া ইউনিয়ন জামাতের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি জাহেদুল ইসলাম, বায়তুল সম্পাদক, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ডা. মুহাম্মদ আফনান চৌধুরী। ইসলামী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও লেখক মশিউর রহমান, ঢাকা পাঞ্জেরী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম।
মাহফিলে আন্তর্জাতিক পর্যায়ের ক্বারীগণের উপস্থিতিতে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্বেরাত প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, পবিত্র কুরআনে করীম হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারবন্দী প্রদান ছাড়াও জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের বিপ্লবী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়াও যৌতুকবিহীন বিবাহ সম্পাদন ও যৌতুক প্রথামুক্ত সমাজ বিনির্মানের লক্ষ্যে এলাকার ৫ জোড়া দম্পতির বিবাহ সম্পন্ন করতে আসবাবপত্র বাবত ১ লাখ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ মাহফিলে হাজার হাজার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply