দৈনিক সবুজ বাংলাঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা গুনাগরী খাসমহলে প্রশাসনের লোক পরিচয় দিয়ে এক তরমুজ ব্যবসায়ীকে মারধর ও অর্ধশতাধিক তরমুজ নষ্ট করে ক্ষতিসাধন ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে খাসমহল বাজার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (২ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে গুনাগরী খাসমহলস্থ কোকদন্ডী ভূমি অফিসের সামনে এঘটনা ঘটেছে।
সরেজমিনে পরিদর্শনকালে হামলার শিকার হওয়া তরমুজ ব্যবসায়ী মোঃ সৌরভ বলেন, সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে এক লোক আমার কাছ থেকে তরমুজ দরদাম করেন,তরমুজ দরদাম করার পর ক্রেতা নিজেকে সেনাবাহিনীর লোক পরিচয় দিয়ে আমি তরমুজের দাম বেশি নিচ্ছি বলে অভিযোগ তুলে হঠাৎ আমাকে কিল-ঘুষি মারতে শুরু করেন, একপর্যায়ে তার সাথে থাকা আরও তিন-চারজন লোকসহ আমাকে মারধর করতে থাকে এবং অন্তত অর্ধশতাধিক তরমুজ নষ্ট করে দেয়, একপর্যায়ে তারা আমাকে থানায় নিয়ে যাবে বলে টেনে হিঁচড়ে আমার পরনের কাপড় চোপড় খোলে ফেলে এবং আমার কোমরে থাকা সব টাকা ছিনিয়ে নিয়েছে তারা। ভিকটিম সৌরভ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসেন, এবিষয়ে মামলা করা হবে বলে জানান আহত সৌরভ।
এসময় ফ্রুট ব্যবসায়ী নুরুন্নবী, আনোয়ারসহ বেশ ব্যবসায়ীরা বলেন, তরমুজ দরদাম করে, পরে ওই লোক নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে তার সাথে থাকা লোকজন নিয়ে হঠাৎ করে ভিকটিম সৌরভকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। ব্যবসায়ীর উপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ করেন এবং ব্যবসায়ীর উপর হামলাকারীদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাজার ব্যবসায়ীরা।
Leave a Reply