দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ
চট্টগ্রামের বাঁশখালীর গুনাগরী চৌমুহনী মোড়স্থ
মাওলানা জামাল উদ্দিন মার্কেটের দ্বিতীয় তলায় বাঁশখালী গ্রীন ল্যাব নামে এক চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত গ্রীন ল্যাবের চেয়ারম্যান আব্দুল করিম চৌধুরী, ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক-এস এম শফিউল্লাহ, পরিচালক মো. রাশেদ হোসাইন আনাস।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামিম আক্তার, পল্লী বিদ্যুৎ বাঁশখালী গুনাগরী শাখার এজিএম মো: ছালেকুর রহমান।
উল্লেখ্য, বাঁশখালী গ্রীন ল্যাবে নিয়মিত বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে, কম খরচে এক্সে, ইসিজি, রক্ত, প্রস্রাব পরীক্ষাসহ রোগীদের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হবে এবং অভিজ্ঞ ও দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরিচালিত এল্যাবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছ ও নির্ভুল রিপোর্ট প্রদান করা হবে। অসহায় ও দুস্থ রোগীরা স্বল্প খরচে রোগ নির্ণয়ের বিশেষ সুবিধা রয়েছে। বিশেষ করে ছাত্র -ছাত্রীদের রোগ নির্ণয় পরীক্ষা সমূহ ৩০℅ ছাড়ে করার সুযোগ থাকবে।
Leave a Reply