বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নে ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
আপডেট সময় :
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
৩০
বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইনঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ২২ বিকেলে কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।
কাথরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনজুরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী।চট্টগ্রাম জজকোর্ট আইনজীবী এডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা মোঃ ছাদুর রশিদ সিকদার, কামাল উদ্দীন চৌধুরী রোকন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ওসমান গনি চৌধুরী, শের আহমেদ চৌধুরী, ফরহাদ উদ্দীন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা হামিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ফোরকান সওদাগর, হারুন কন্ট্রাক্টর, মুন্সি আলম, মুফিজুর রহমান, নুরুল আলম, নেছার উদ্দিন, আমির হোসেন, আবু ছালেক, জামাল আহমদ, ড্রাইভার শামশু, ছাত্রদলের নেতা তারেকুল ইসলাম, সোহেল রানা, শহিদুল ইসলাম শহিদ, টিপু সোলতান, এনামুল হক, নুরুন্নবী, গিয়াস উদ্দীন, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ রহিম, ছরওয়ার, মোঃ ইমন, রাকিব, ছাত্রদল নেতা আবু বক্করসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল, যুব মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন, বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল প্রকার মতভেদ ভুলে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করতে হবে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারী স্বৈরাচারের প্রেতাত্মাদের শক্তহাতে রুখে দিতে বিএনপির সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে কাথরিয়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের হাতে কর্মী ফরম তুলে দেন শাহাজাহান চৌধুরী।
Leave a Reply