মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইবনে আমিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও পরিষদ ঘেরাও করেছে এলাকার হাজার হাজার শান্তিকামী জনতা।
চেয়ারম্যান ইবনে আমিন আওয়ামী লীগের দাপট দেখিয়ে ইউনিয়ন পরিষদের কার্য পরিচালনাকালে অসহায় মানুষের জন্য আসা সরকারি প্রণোদনা আত্মসাৎ, সার্টিফিকেট, জন্ম ও ওয়ারিশ সনদ বাণিজ্য, টিয়ার,কাবিখা আত্মসাৎসহ দূর্নীতি ও নানা অনিয়ম করলেও কেউ কিছুই বলতে পারতোনা। ওই ইউনিয়নের ইউপি সদস্যরা সাম্প্রতিকে চেয়ারম্যান ইবনে আমিনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগে অনাস্থা প্রকাশ করে সরকারি বিভিন্ন দপ্তরে অনাস্থালিপি দিলেও দলীয় প্রভাব খাটিয়ে সব অপরাধ কৌশলে গায়েব করে ফেলতো কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ইবনে আমিন।
বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই চেয়ারম্যান ইবনে আমিন আত্মগোপনে চলে যাওয়ার ফলে পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যায়, এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই ইউনিয়নের হাজার হাজার মানুষ।
পরিষদের কার্যক্রম বন্ধ করে রাখা ওই চেয়ারম্যান ইবনে আমিনের অপসারণের দাবিতে রোববার (১৮ আগস্ট) দুপুরে কাথরিয়া ইউনিয়ন পরিষদের মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরিষদ ঘেরাও করেছে এলাকার হাজার হাজার শান্তিকামী জনতা। এসময় উপস্থিত জনতা চেয়ারম্যান ইবনে আমিনকে অবাঞ্ছিত ঘোষণা করে পরিষদ ঘেরাও করে রাখেন এবং তাকে অপসারণের দাবিতে উৎসুক জনতাকে স্লোগান দিতে দেখা গেছে।
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে শেখেরখীল ইউপি চেয়ারম্যান মওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল, পুঁইছড়ি ইউপি চেয়ারম্যান তারেক রহমান ও গণ্ডামারা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমানীকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে দেখা গেলেও আত্মগোপনে রয়েছে শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, চাম্বলের মুজিবুল হক চৌধুরী, ছনুয়ার হারুন অর রশিদ, সরলের রশিদ আহমদ চৌধুরী, বৈলছড়ীর কপিল উদ্দিন, কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম ও পৌরসভা মেয়র এডভোকেট এস এম তোফায়েল বিন হোসাইন।
পরিষদের কার্যক্রম বন্ধ থাকায় জনদূর্ভোগ পড়েছে সাধারণ মানুষ। রোববার (১৮ আগস্ট) দুপুরে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভা মেয়রের অপসারণের দাবিতেও একই ভাবে বিক্ষোভ করেছে সেবা বঞ্চিত উৎসুক জনতারা। এসময় ওইসব ইউনিয়ন পরিষদ কার্যালয় গুলোতে তালাবদ্ধ করে দিয়ে আত্মগোপনে থাকা প্রতিনিধিদের অবাঞ্চিত ঘোষণা করেছে সেবা বঞ্চিত জনতা।
Leave a Reply