মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় কয়লা বিদ্যুৎকেন্দ্রের দুই নিরাপত্তাকর্মীকে খুনের (ডাবল মার্ডার ঘটনা মামলার) এক আসামীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলোঃ মোঃ হামিদুর রহমান ওরফে কালু (২২)। সে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৫ নং ওয়ার্ড এলাকার খলিলুর রহমানের পুত্র।
বাঁশখালী থানা সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ বলেন, গত ২ সেপ্টেম্বর রাতে গণ্ডামারা এসএস পাওয়ার প্ল্যান্ট (প্রজেক্ট) থেকে মালামাল চুরি করতে ঢুকে চোর সিন্ডিকেট চক্র। এসময় চোর সিন্ডিকেট সদস্যদের চুরি কাজে বাঁধা ও তাদেরকে ধরার চেষ্টা করাতে প্রজেক্টে দায়িত্বে থাকা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) এবং নিরাপত্তাকর্মী মোঃ রাশেদ জাওয়ারদার (২৭)সহ দুই নিরাপত্তাকর্মীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আসামীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে গেলে ওই দুই নিরাপত্তাকর্মীকে মৃত ঘোষণা করে হাসপাতালের চিকিৎসক।
ঘটনার পর থেকে আসামীরা আত্মগোপনে থাকায় গ্রেফতার করা সম্ভব না হলেও চট্টগ্রাম হইতে তথ্য প্রযুক্তির সহায়তায় বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) সুধাংশু শেখর হালদার সঙ্গীয় ফোর্সসহ ৩০ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করে জোড়া খুন ঘটনা মামলার আসামী মোঃ হামিদুর রহমান ওরফে কালু (২২) নামে এ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ হামিদুর রহমান ওরফে কালু পুলিশের প্রাথমিক জিজ্ঞেসাবদে ডাবল মার্ডার ঘটনার সাথে জড়িত থাকার স্বীকারোক্তি ও আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি দিয়েছে বলেও পুলিশ সুত্রে জানা গেছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ডাবল মার্ডার ঘটনা মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply