প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৪, ১০:১১ অপরাহ্ণ
বাঁশখালীতে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি বিজয়ী
আফনান চৌধুরী :
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১১৪টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক মুজিবুর রহমান সিআইপি ৫৭ হাজার ৪৯৯ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীক নিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ কবির লিটন পেয়েছেন ৩২ হাজার ২২০ ভোট।
এছাড়া নির্বাচনের শেষ মুর্হুতে প্রার্থীতা বাতিল করায় প্রতিদ্বন্ধি দুই বারের এমপি ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীক মোস্তাফিজুর রহমান চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৯৬৮ ভোট পেয়েও নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেননি। তাঁর প্রাপ্ত ভোট বাতিল ভোট দেখানো হয়েছে। সর্বমোট ভোট কাষ্ট হয়েছে ১ লাখ ২৯ হাজার ২২৩ ভোট। এই আসনে আরও ৭ জন প্রতিদ্বন্ধি ছিলেন। সবাই জামানত বাজেয়াপ্ত হবার মতো ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জামান (বেঞ্চ প্রতীক) ২৯৩ ভোট, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর করিম শরীফি কংগ্রেস পার্টি থেকে ডাব প্রতীক ৮৪ ভোট, ন্যাপের প্রার্থী আশীষ কুমার শীল (কুঁড়েঘর প্রতীক) ৩১১ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহিউল আলম চৌধুরী (মোমবাতি প্রতীক) ১ হাজার ১২৫ ভোট, ইসলামী ঐক্যজোট শফকত হোসেন চাটগামী (মিনার প্রতীক) ১১৪ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবদুল মালেক আশরাফী (চেয়ার প্রতীক) ৫০৩ ভোট, এনপিপির মামুন আবছার চৌধুরী (আম প্রতীক) ১০৬ ভোট। সম্পূর্ণ ফলাফল ঘোষণা করেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত