মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালীতে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি হলো- উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব লালার বর বাড়ীর আব্দুল আউয়ালের পুত্র মো.আতাউল করিম প্রঃ জ্যাকর।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি মামলায় ১ বছরের সাজা ও ২টি মামলায় পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানা সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এএসআই মো. এনামুল হক সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তা অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সাজা ও পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীকে বিজ্ঞ-আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply