আফনান চৌধুরী :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্ বিপিএম।
৩০ ডিসেম্বর (শনিবার) বিকেলে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিবি ও শিল্পাঞ্চল সুদীপ্ত সরকার পিপিএম, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ।সহকারী পুলিশ সুপার ডিবি মোঃ কামরুজ্জামান,বাঁশখালী থানা তদন্ত (ওসি) সুধাংশু শেখের হালদার, রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্র ইন্সপেক্টর তপন কুমার বাকচী, থানা সেকেন্ড অফিসার কায়কোবাদসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্তমান সাংসদ ও সরকার দলীয় (নৌকা প্রতীক) প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কবির লিটন (ট্রাক প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি (ঈগল প্রতীক)র পক্ষে প্রার্থীর ছোট ভাই পুঁইছড়ি ইউপি চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী জিল্লুল করিম শরীফী (ডাব প্রতীক), ন্যাপপার্টি প্রার্থী ডাঃ আশীষ কুমার শীল(কুঁড়েঘর), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মামুন আবচার চৌধুরী (আম প্রতীক), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মো. মহিউল আলম চৌধুরী এর মোহাম্মদ শহীদুল ইসলাম, ইসলামীক ফ্রন্ট (চেয়ার প্রতীক) প্রার্থী আব্দুল মালেক আশরাফীসহ অন্যান্য প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বাঁশখালী থানা হলরুমে প্রার্থীদের সাথে দীর্ঘ মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফকালে জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্ বিপিএম বলেন, আমিও ঘুরে দেখেছি বাঁশখালীতে নির্বাচনী পরিবেশ খুবই উৎসবমূখর চলছে, এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে, প্রার্থীদের সাথে মতবিনিময় করেছি, তাঁদের কেউ কোন ধরনের অভিযোগ করেননি, প্রশাসন পেশাদারিত্ব বজায় রেখে সুন্দর একটি নির্বাচন উপহার দিবে, আর এতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করছি, অপ্রীতিকর কোন পরিস্থিতি দেখলে সাংবাদিক ভাইয়েরা সাথে সাথে প্রশাসনকে অবিহিত করবেন। এখানে কেউ অপরাধ করে রেহায় পাবে না। নির্বাচনকে ঘিনে কেউ কোন ধরনের নাশকতা কিংবা অপ্রিয়কর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।