দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন নাপোড়া এলাকায় সন্ত্রাসী হামলায় ২ মহিলাসহ আহত হয়েছে অন্তত ৩ জন।
ঘটনাটি ২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকার সময় বাঁশখালী উপজেলার নাপোড়া-৮ নং ওয়ার্ডে মীর পাড়া এলাকায় ঘটেছে বলে জানা যায়।
এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের মাষ্টার মীর জহিরুল হক বাদী হয়ে বাঁশখালী থানায় একটি এজাহার দায়ের করেছে।
এজাহার সুত্রে জানা যায়, ২ আগস্ট( মঙ্গলবার) সকাল আনুমানিক ১০ ঘটিকায় নাপোড়ার ৮ নং ওয়ার্ডের মীর বশিরুল হক,মীর হেলাল উদ্দিন, রফিকুল হাসান প্রঃ দুলাল,বিল্লা বিন বক্ত প্রঃ মার্শাল,মীর আব্বাস সিকদার, বদিউল আলম এবং গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নং ওয়ার্ডের ছাবের আহমদ,আবুল বাহার,রহিমা বেগম ও তার স্বামী আবুল কালাম,ও পূর্ব পুঁইছড়ি ৬ নং ওয়ার্ড এলাকার সেলিনা আক্তার সহ সংঘবদ্ধ ভাবে পূর্ব পরিকল্পিত ভাবে নাপোড়া এলাকার মীর পাড়ার মাস্টার মীর জহিরুল হক এর বসতঘরে লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র-স্ব-স্বত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
ওই সময় মীর জহিরুল হক এর ১১ বছর বয়সী কন্যা আরিশা এবং কারিন সোলতানা ও মীর হানিফ সহ অন্তত ৩ জন আহত হয়।
এসময় আহত হানিফ প্রাণে বাঁচতে সরকারি প্রশাসনিক লাইন ৯৯৯-এ দ্রুত কল দিয়ে পুলিশ প্রশাসনকে ঘটনার বিষয়টি করিলে বাঁশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে মেডিকেলে পাঠিয়েছে বলে জানায় স্থানীয়রা।তবে পুলিশকে ফোন দেয়ার বিষয়টি আসামীরা বুঝতে পেরে আহতদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানান প্রত্যদর্শীরা।তাছাড়া হামলার একটি ভিডিও চিত্র বিভিন্ন ফেইসবুক পেইজে ভাইরাল হতে দেখা গেছে।
এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নাপোড়া এলাকার মীর জহিরুল হক নামের এক লোক এব্যাপারে থানায় একটি এজাহার দায়ের করেছে।
Leave a Reply