আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালীতে ভূয়া ওয়ারিশ সনদ ব্যবহার করে নামজারি করার অপরাধে উপজেলার জালিয়াঘাটা এলাকার মৃত আমির হামজার ছেলে আব্দুল মতলব নামে এক প্রতারককে জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান, ভূয়া ওয়ারিশ সনদ ব্যবহার করে নামজারি করার অপরাধে এক প্রতারককে জরিমানা পূর্বক ও মুচলেকা নেওয়া হয়।
এ সময় সহকারি কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান বলেন, 'এ প্রতারণার আশ্রয় নেওয়ার অপরাধে আব্দুল মতলব কে দন্ডবিধি ১৮৬০ ধারায় জরিমানা করা হয় ও মুচলেকা নেওয়া হয়।
তিনি আরো বলেন, 'হয়রানি মুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণের এই অভিযান অব্যহত থাকবে। ভূমি সংক্রান্ত যে কোন অভিযোগ/হয়রানি বিষয়ে জানলে দ্রুত ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।