“হয়রানিমুক্ত ভুমি সেবা গ্রহণে নিজেরাই সচেতন হই” দালালের পিছনে না ছুটে যথাযথ ভুমি সেবা পেতে সেবা প্রার্থীদেরকে সরাসরি সহকারী কমিশনার (ভুমি)’র কার্যালয়ে যোগাযোগ করে পরামর্শ নিতে অনুরোধ জানান সহকারী কমিশনার ভুমি জসিম উদ্দিন।
মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে শুরু হওয়া মাসব্যাপী “বিশেষ ভূমি সেবা বুথ” এর কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।
রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বিশেষ ভূমি সেবা বুথ এর মাধ্যমে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমি বিষয়ক যেকোনো সমস্যা সমাধানে সহযোগিতা করেন।
পরিদর্শনকালে চাম্বল তহসিল অফিসে ভুমি সেবা নিতে আসা বিভিন্ন সেবা প্রার্থীর সাথে সহকারী কমিশনার ভূমি জসিম উদ্দিন কথা বলেন, এসময় প্রার্থীদের সমস্যা তাৎক্ষণিক ভাবে সমাধান করে দেন তিনি। পরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জসিম উদ্দিন। এসময় তিনি বলেন, নামজারিতে সরকার নির্ধারিত ফি ১ হাজার ১৭০ টাকা। আপনারা নিজের নামজারির জন্য নিজে আবেদন করবেন। কোন পরামর্শ প্রয়োজন হলে সরাসরি সহকারী কমিশনার ভূমি’র সাথে কথা বলার জন্য পরামর্শ দেন। অধিকন্তু নামজারি আবেদনের সাথে যে সমস্ত কাগজ পত্র দাখিল করতে হবে সেগুলোর মূল কপি অথবা সার্টিফাইড কপি জমা দেওয়ার জন্য তাগাদা দেন।
Leave a Reply